বিশ্বকাপের আগে আবার শীর্ষ আসনে সাকিব

51

২০০৯ সাল থেকে ওয়ানডের সেরা অলরাউন্ডারের জায়গাটা বেশিরভাগ সময়ই দখলে রেখেছেন সাকিব আল হাসান। মাঝেমধ্যে যে দু-একবার হাতবদল হয়, অল্প সময়েই প্রবলবিক্রমে শীর্ষ আসন পুনরুদ্ধার করেন টাইগার তারকা। বিশ্বকাপের ঠিক আগে আবারও একবার ওয়ানডে অলরাউন্ডারের সিংসাহনে ফিরলেন ব্যাটে-বলে দুর্দান্ত প্রদর্শনী দেখিয়ে!
বুধবার প্রকাশিত আইসিসির সবশেষ র‌্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডারের শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। তাকে জায়গা দিতে দুইয়ে নেমে গেছেন আফগানিস্তানের সহ-অধিনায়ক রশিদ খান।
প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফিরেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ঝলক দেখিয়েছেন সাকিব। তিন ম্যাচে অপরাজিত দুই ফিফটিতে ১৪০ রান করেছেন, বল হাতে নিয়েছেন দুই উইকেট। চোটের কারণে অবশ্য শিরোপাজয়ী ফাইনালে খেলা হয়নি তার।
বর্তমান র‌্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ৩৫৯। দুইয়ে থাকা রশিদের পয়েন্ট ৩৩৯। তিনে আছেন আরেক আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার পয়েন্ট ৩১৯।