বিশেষ শিশুদের ‘উই কেয়ার’র যাত্রা শুরু

30

যাত্রা শুরু করেছে স্পেশাল শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ‘উই কেয়ার। এতে স্পেশাল শিশুদের জন্য এই অঞ্চলের প্রথম আবাসিক শিক্ষা ও সেবা লাভের সুযোগও থাকছে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু উপলক্ষে গত ১২ মে প্রতিষ্ঠানের নিজম্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ‘উই কেয়ার’-এর চেয়ারম্যান, বিশিষ্ট নারী নেত্রী, সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সংস্থার কো-চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ, মোহাম্মদ নাছির উদ্দীন, সাইফুদ্দীন হাসান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমান, ট্রেজারার কাজী মুহাম্মদ ইসহাক, অফিস সম্পাদক হাবিবা নাজনীন চৌধুরী, সহ অফিস সম্পাদক নাঈমুননেছা আকতার, সেবা বিষয়ক সম্পাদক বেগম দিলু আরা ইউসুফ, নির্বাহী সদস্য মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে ‘উই কেয়ার’-এর চেয়ারম্যান, বিশিষ্ট নারী নেত্রী, সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘স্পেশাল শিশুদের সেবা ও শিক্ষা প্রদানের মতো মহতী লক্ষ্য নিয়ে ‘উই কেয়ার’-এর যাত্রা শুরু করেছি আমরা। এর পরিচালনা পরিষদে বিভিন্ন পেশার সফল ব্যক্তিত্বগণ আছেন। আমরা স্পেশাল শিশুদের জন্য একটি মনোরম ও আধুনিক পরিবেশ তৈরি করছি। এটি সার্বক্ষণিক চালু থাকবে। এতে আবাসিক সুবিধাও থাকবে। শিক্ষা ও সেবাদানে থাকবেন অগ্রসর চিন্তা-চেতনার এবং ¯েœহ-মমতা পরায়ণ একদল নিবেদিতপ্রাণ শিক্ষক ও সেবক। আধুনিক শিক্ষা ও সেবার মাধ্যমে আমরা স্পেশাল শিশুদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। যাতে তারা কারো চোখে বোঝা বা অবহেলার পাত্র হিসেবে চিহ্নিত না হয়। বাংলাদেশ এখন উন্নত দেশ হিসেবে আতœপ্রকাশের অগ্রযাত্রায় আছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে আমাদের সব শক্তিকে কাজে লাগাতে হবে। বিজ্ঞপ্তি