বিল বকেয়া থাকায় পানির সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

23

নগরীর বাগমনিরাম এলাকায় পানির বিল বকেয়া থাকায় তিনটি সংযোগ বিচ্ছিন্ন ও লাইসেন্স ছাড়া নলক‚প স্থাপন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। খবর বাংলানিউজের
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার জানান, বিল বকেয়া থাকায় তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া নলকূূপ স্থাপন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।