বিলাইছড়িতে সিসিআর প্রকল্প মনিটরিং ভিজিট

66

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সিএইচটি ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট (সিসিআরপি)- এর অধীন বাঙ্গালকাটা ও চরবেকছড়া জলবায়ু সহনশীল কমিটির কার্যক্রম মনিটরিং ভিজিট করেছে ইউনিয়ন ডেভেলমেন্ট কো-অর্ডিনেশন কমিটি (ইউডিসিসি)। সোমবার বাঙ্গালকাটা কমিউনিটি সেন্টারে মনিটরিং ভিজিট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইউডিসিসি সভাপতি ও কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমাসহ মনিটরিং ভিজিটে অংশগ্রহণ করেন, উপজেলা লাইন বিভাগের উপসহকারি কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মেকানিক রতন বিশ্বাস, সিসিআর প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার শোভন চাকমা, উপজেলা মাঠ সংগঠক ভাগ্যমনি ত্রিপুরা ও লাল রৌভেল পাংখোয়া। বাঙ্গালকাটা ও চরবেকছড়া জলবায়ু সহনশীল কমিটির সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য হলধর চাকমার সভাপতিত্বে কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় পরিদর্শনকারী ইউডিসিসি সদস্যরা বলেন, জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ বান্ধব চিন্তা রেখেই প্রকল্পের কার্যক্রমসহ পারিবারিক জীবিকা বা সকল চাষাবাদের কাজ করতে হবে।বিলাইছড়িতে সিসিআর প্রকল্প মনিটরিং ভিজিট