বিলাইছড়িতে ফোকাসগ্রুপ ডিসকাশন কর্মশালা

33

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (বেইনবেইস) এর তিন পার্বত্য জেলার মাধ্যমিক বিদ্যালয়ের আবাসিক ভবন নির্মাণ ও নতুন আবাসিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের অধীনে বিলাইছড়িতে ফোকাসগ্রুপ ডিসকাশন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, ঐতিহ্যবাহী জনপ্রতিনিধি (হেডম্যান ও কাবার্রি), শিক্ষানুরাগী এবং শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক এর সঞ্চালনায় কর্মশালাটি উদ্বোধন করেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা এবং উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা।
বেইনবেইস এর এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মো. ফজলে রাব্বী তার স্বাগত বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৭৪টি আবাসিক হোস্টেল নির্মাণ ও ১০টি সরকারি বিদ্যালয় স্থাপন করা হচ্ছে।