বিমানের সাবেক দুই কর্মকর্তা গ্রেপ্তার

29

বিমানের কার্গো শাখার ১১৮ কোটি টাকা আত্মসাতের এক মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গ্রেপ্তার দুই কর্মকর্তা হলেন সাবেক মহাব্যবস্থাপক মো. আলী আহসান ও সাবেক ব্যবস্থাপক ইফতেখার হোসেন চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। এর আগে সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ গ্রেপ্তার দুই জনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির উপ-পরিচালক নাসির উদ্দিন।
এজাহারে বলা হয়, ‘আসামিরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্গো শাখায় দায়িত্ব পালনকালে পারস্পরিক যোগসাজশে অবৈধ সুবিধা নিয়ে কার্গো ও মেইল হ্যান্ডলিং চার্জের ১১৮ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৮ টাকা আদায় না করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন’। এ অপরাধে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪১৮/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। খবর বিডিনিউজের