বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ও সামগ্রী বিতরণ

83

 সিএমপি :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে মঙ্গলবার সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএমপি কমিশনার। সিএমপির দোয়া ও ইফতার মাহফিলমাহফিলে দোয়া করেন ইসলামিক স্কলার ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, পতেঙ্গার সংসদ সদস্য এমএ লতিফ, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পুলিশের ঊধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি
ফয়সাল স্মৃতি সংসদ :


ফয়সাল স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড ধন সওদাগর লেইনস্থ সংসদের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক রোকনুজ্জামান রাশেদের সভাপতিত্বে সদস্য সচিব ফয়সাল বিন শফি ও মো: রাশেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দারোগাহাট মহল্লা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সমতা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউল্লাহ চৌধুরী, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ চৌধুরী, দারোগাহাট মহল্লা কমিটির অর্থ সম্পাদক মো: নাছিম, নির্বাহী সদস্য আবু নাছের মোহাম্মদুন নবী, আবদুর রহিম, আবু কায়সার, মো: ইদ্রিস, ৩০নং ওয়ার্ড যুবলীগ নেতা মো: আবদুল মান্নান, আবু বেলাল, নিজাম উদ্দিন, আলমগীর রাজু, ৩০নং ওয়ার্ড মহিলা যুবলীগের সভানেত্রী জিন্নাত সুলতানা জুমা, ফয়সাল স্মৃতি সংসদের সদস্য আরিফ, ইফতেখার রমি, জুয়েল, মিজানুর রহমান সানি, একরাম মান্না, আবদুল আল কাবি জিহান, মঈনুল ইসলাম রায়হান, মো: ইমরান, মো: এমরান, আবুল হাসনাত, মো: মামুন, মো: ইকবাল, মোরশেদ, ইয়াছির আবরার, আবির হোসেন রাকিব, এস.এম. জাহেদ, গুলজার আলী উজ্জ্বল, আলী আজম রিফাত প্রমুখ। আলোচনা সভা শেষে ফয়সাল স্মৃতি সংসদের সৌজন্যে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ :
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে এক ইফতার মাহফিল গত ১৩ মে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান পালন করা শুধু একটি ধর্মীয় অনুশাসন নয়, রমজান মাস হচ্ছে আতœ সংযমের মাস। রমজান আমাদের নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়, রমজান পরবর্তী ঈদ উৎসব আমাদের সম্পর্ক ও সৌহার্দ্যের ভীত আরো শক্ত করে দেয়। তাই রমজানের তাৎপর্য অনুধাবন করে আমরা আমাদের জীবনকে সাজালে সকল ধরনের পাপ কাজ থেকে আমরা মুক্ত থাকতে পারবো।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর রনজিত কুমার দে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ.এন.এম ইউসুফ চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল আবছার, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা রুম্মান, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মোঃ মাকছুদুর রহমান চৌধুরী, সহকারী রেজিষ্ট্রার অজয় মজুমদার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি