বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় ও দোয়া মাহফিল

412

জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা : উপজেলার জোয়ারা ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের সৌজন্যে মিলাদ ও দোয়া মাহফিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ২৪ জানুয়ারি মাদ্রাসা অধ্যক্ষ আমিনুর রহমানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা আমজাদ হোসেন, মাওলানা মামুনুল হক, সিনিয়র শিক্ষিকা শাহেদা বেগম, মাহফুজ মিয়া, মাওলানা নিজাম উদ্দিন, মো. ইসহাক, মো. মামুনুল হক, মাওলানা মহিউদ্দীন, নাজমা বেগম, মাওলানা আব্দুল মাজেদ, মাওলানা আবু তালেব, হাফেজ মো. টিপু সোলতান প্রমুখ। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চন্দনাইশে খানদীঘি উচ্চ বিদ্যালয় : উপজেলার খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা, মিলাদ, দোয়া ও পুরস্কার বিতরণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। একই সাথে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়। গত ২৭ জানুয়ারি বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা মো. শাখাওয়াত হোসেন শিবলী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে নুরুল আমিন, নজরুল ইসলাম আনোয়ার, মাওলানা হারুনুর রশীদ, নুরুল ইসলাম রানা এবং পরিচালনা পরিষদের প্রাক্তন সদস্য যথাক্রমে প্রফুল্ল চন্দ্র নাথ, আলহাজ আবদুল মোনাফ ও পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জোনাল অফিসার মোস্তাফিজুর মামুন। শিক্ষক বিকাশ চন্দ্র দের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, প্রনব কুমার নাথ, সুনিল কান্তি দাশ, মাওলানা কামাল উদ্দীন, সুজিত মিত্র, অশোক নাথ, আনু বড়ুয়া, মো. ইয়াছিন মিয়া, রূপন কুমার সুশীল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে সে শিক্ষা উন্নত জাতি গঠনে কোন কাজে আসে না। আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অপরদিকে, ২০১৯ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আনোয়ারা জেকেএস উচ্চ বিদ্যালয় :
আনোয়ারা উপজেলার জেকেএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ২৭ জানুয়ারি বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদ, জুঁইদন্ডীই উনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ তালুকদার। বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান মৌলভী আবু ছাদেক ছিদ্দিকী, শিক্ষক খোকন চন্দ্র নাথ, সমীরণ কান্তি নাথ,নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণকরা হয়।
বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদ্রাসা:
বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদরাসা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেন, সুশিক্ষার আলোতেই শিক্ষার্থীদের জীবন আলোকিত হতে পারে। এই জন্য সত্যিকারের জ্ঞান আহরণের প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। নিছক পরীক্ষা কেন্দ্রীক জিপিএ লাভের অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠলে জাতীয় জীবনে মেধার সংকট দেখা দিতে পারে।
গত ২৭ জানুয়ারী হাটহাজারী জিয়াউল উলুম ফাযিল মাদরাসায় চলতি সনের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন উপরোক্ত মন্তব্য করেন। শ্রেণী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন’র সভাপতিত্বে ও মোহাম্মদ সাকিবুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মওলানা আব্দুল মাবুদ ফারুকী, শাহজাদা মওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ, অধ্যাপক ইলিয়াছ মো. শোয়াইব, মওলানা জমির হোছাইন কাদেরী, মওলানা আরিফুল মোস্তফা, তোফাজ্জল হোসেন,রুহুল কাদেরী চৌধুরী,মোহাম্মদ মাসুদ পারভেজ, পেয়ার মোহাম্মদ, ক্বারী ফরিদুল হক, মওলানা আমির উদ্দীন, মাষ্টার কামাল উদ্দীন প্রমুখ।
জোয়ারা বি সি মাধ্যমিক বিদ্যালয় : উপজেলার জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৬ জানুয়ারি সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য তরুন কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে আবুল কালাম, টুম্পা দাশ, সহকারি প্রধান শিক্ষক বিধান কুমার মিত্র, সিনিয়র সহকারি শিক্ষক যথাক্রমে মাওলানা রমিজ আহমদ চৌধুরী, অসীম কুমার চক্রবর্তী, কেনেডাম চৌধুরী, শান্ত পালিত, রঞ্জু বড়ুয়া, ভগীরত সিকদার, অরুণ কান্তি দাশ, জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ও সাংবাদিক মো. নুরুল আলম। বিদায়ী ছাত্র-ছাত্রীদের থেকে লাবনী দাশ, জান্নাতুল আদন নাদিয়া, বৃষ্টি দত্ত, কানিজ ফাতেমা, শ্রেয়া সরকার বক্তব্য রাখেন।
হাশিমপুর মকবুলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা : উপজেলার হাশিমপুর মকবুলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নাজমুল করিম, মাওলানা মোসলেম উদ্দিন, জাফর আহমদ, জমির উদ্দিন চৌধুরী প্রমুখ।
হাশিমপুর এমএকেইউ উচ্চ বিদ্যালয় : উপজেলার হাশিমপুর এমএকেইউ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান শফির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীরুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পরিচালনা পরিষদ সদস্য যথাক্রমে নুরুল আবছার, আবদুল মালেক, আবু বক্কর, যুবনেতা জমির উদ্দিন, তপন কান্তি দাশ, শিরীন আকতার, রাজু বড়ুয়া প্রমুখ।
কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় : উপজেলার কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ২৭ জানুয়ারি সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়ার সভাপেিত্ব বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদ সদস্য ছালেহ আহমদ কোম্পানি, সহকারি প্রধান শিক্ষক মো. আবু ইউছুপ, শিক্ষক যথাক্রমে রফিক আহমদ, কাজী আবদুল হাকিম, অমল কান্তি দে, এনামুল হক, মমতাজ উদ্দিন, শামীম আকতার শর্মিলা দেবী, আবু ছালেক, মোহাম্মদ আলী, মো. শাকিল, রঞ্জিত কুমার দে প্রমুখ। সংবর্ধনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুদ্দিন মো. তৌহিদ।
চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয় : চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান স্কুল মাঠে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক অনিল কুমর নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মোতালেব হোসেন। শিক্ষক ফজলুল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সুনিল কান্তি দাশ, এনাম আহম্দে খান, বিশ্বজিৎ বড়ুয়া, নূর নবী, রফিকুল ইসলাম হেলালী, লাভলী বড়ুয়া, পরক্ষিার্থীদের পক্ষে মিলি বনিক, আরমান হোসেন, স্কুলের নবম শ্রেণির ছাত্রী আরিফা রহমান, ইস্টার শিরোপা ব্যাপারী।