বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া

45

বিজিসি অ্যাকাডেমি স্কুল এন্ড কলেজ : বেগম গুল চেমনাআরা অ্যাকাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার অ্যাকাডেমি প্রাঙ্গণে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আখতার আলম চৌধুরীর সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ ন ম ইউছুপ চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ বৈদ্য। অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়ছার, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন মোহাম্মদ শাহরিয়ার, ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম প্রমুখ।
সহকারী অধ্যাপক রেহেনা আক্তার, প্রভাষক সঞ্জয় কান্তি দে, সাইদা আক্তার ও সহকারী শিক্ষক সুফিয়া খানম লিপির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া কমিটির আহব্বায়ক সহকারী অধ্যাপক জাহেদুল আলম, সহকারী অধ্যাপক ও কলেজ কো-অর্ডিনেটর আবুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক শাহেদুল ইসলাম, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী ও প্রাইমারি শাখার সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার।
অ্যাকাডেমির ক্রীড়া শিক্ষক শাহ আলম তালুকদার ও শিক্ষিকা সুচন্দা বড়ুয়ার নির্দেশনায় স্কাউট ও গার্ল গাইড দলের সমন্বয়ে কুচকাওয়াজ এবং শারীরিক কসরত শেষে বিজিসি অ্যাকাডেমি ও মাওলানা মোহাম্মদ ইছহাক শিশু নিকেতনের বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি সকলকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় নৈপুন্য অর্জন, সাহিত্য ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখা ও মহান মুক্তিযুদ্ধ এবং মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে হৃদয়ে ধারণ করে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহব্বান জানান। বিজ্ঞপ্তি
রাঙ্গুনিয়ায় বিআইজেড বালিকা উচ্চবিদ্যালয় : রাঙ্গুনিয়ায় বেগম ইকবাল জাকির হোসেন (বিআইজেডইচ) বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান সিকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার শীল। বিআইজেড এইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. ইস্কান্দর, শিক্ষানুরাগী জাফর ছালেক সিকদার প্রমুখ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। – রাঙ্গুনিয়া প্রতিনিধি
বোয়ালখালী কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : বোয়ালখালী কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান গত ২৫ জানুয়ারি সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান। উদ্বোধক ছিলেন কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শফিউল আলম শেফু। বিদ্যালয়ের শিক্ষক সুভাশীষ নাথের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মিলন দাশগুপ্ত, পরিতোষ চৌধুরী, দৌলন মজুমদার, জোবায়ের ফারুক চৌধুরী, লিটন ধর, সরোয়ার আলম, জমিউল হুদা সোহেল, আফিস ইকবাল, উবাইদুল হক, অমল নাথ চক্রবর্তী, দেবী দত্ত, লিপী রানী শিল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ ঘোষ। সভা শেষে মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ১১টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
রাউজান উত্তর গুজরা বায়তুল উলুম মাদ্রাসা : রাউজানের উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহাজাদ আহমদুল হক। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আলকাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলহাজ আবদুল হক মাস্টার, ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, মোহাম্মদ ইসমাইল মেম্বার, আলহাজ ছৈয়দ আহমেদ, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন, মোবারক হোসেন ভূইয়া। শিক্ষক সোহেল তালুকদার ও জানে আলমের পরিচানায় বক্তব্য রাখেন শিক্ষক শহিদুল আমিন মুরাদ, মাওলানা আবু জাফর, মাস্টার নাঈম উদ্দিন। – রাউজান প্রতিনিধি
রাঙ্গুনিয়ার আল্লামা রুমি দাখিল মাদ্রাসা : রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড উত্তর নোয়াগাঁও আল্লামা রুমি (রহঃ) দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা মাঠে ২৫ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি মো. শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন। মাওলানা আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা হারুন মাতব্বর, সদস্য নজরুল ইসলাম, আবদুল জব্বার, প্রবাসী রেজাউল করিম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার আবদুল মাবুদ, শিক্ষক মাওলানা ইলিয়াছ আশরাফী। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। – রাঙ্গুনিয়া প্রতিনিধি