বিভিন্ন উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

61

সাতকানিয়ার জনকল্যাণ উচ্চ বিদ্যালয় : সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের অন্তর্গত জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা অওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো. আবু ছালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, সাবেক চেয়ারম্যান ছরওয়ার কামাল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ নবী হোসেন ও জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রহিম উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বাবর। বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম রেজা ও সৈয়দ মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিব দাশ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাকিল, ইউপি সদস্য শাহ আলম, ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মফিজুর রহমান, ব্যবসায়ী আবু সৈয়দ আবু, কামাল উদ্দীন, এ কে এম মঞ্জুর, ফরিদুর রহমান, মো. মহিউদ্দীন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মো. রুমন, মিশফারুল আকবর, শিক্ষার্থী আয়শা ছিদ্দিকা ও সানজিদা আকতার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চন্দনাইশ হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসা : চন্দনাইশ উপজেলার হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদ্রাসা মিলনায়তনে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যার আলমগীরুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আয়ুর আলী, জাফর আহমদ, মাওলানা আয়ুব আলী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নুরুল আলম, প্রভাষক নাজমুল করিম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা বজলুল হক, মাস্টার মহি উদ্দিন, শিক্ষার্থী সাদিয়া রহমান, ইলিয়াছ উদ্দিন প্রমুখ।
চন্দ্রঘোনা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয় : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৯ জানুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ইমতিয়াছ মোহাম্মদ আহাসানুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা ন্বপন চন্দ্র দে, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ফরিদ আহম্মদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির ও নির্মল কান্তি দাশ। স্কুলের শিক্ষক মনোজ বিশ্বাসের সঞ্চারনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জিত চন্দ্র বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুল খালেক, মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, লিয়াকত আলী, মো. এয়াকুব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয় : চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্কুল মাঠে গত ২৮ জানুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরফভাটা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাদশা। শিক্ষক ফজলুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিদায়ী শিক্ষক স্বপন দাশ, শিক্ষক মো. নবী, অনির দাশ প্রমুখ।
আনোয়ারা বরুমচড়া গাউছিয়া মাদ্রাসা : আনোয়ার বরুমচড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি মাদ্রাসা মিলনায়তনে মাদরাসার সুপার মাওলানা আবদুল কাদের মনিরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নিউ সানরাইজ একতা সংঘের সভাপতি রোখন উদ্দিন রিমন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম ও প্রচার সম্পাদক ইমরান মাহিন। মাদরাসার শিক্ষক মাস্টার মো. ইউসুফের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সুপার মুফতি আবুল কাসেম, মাওলানা আবদুস সাত্তার, মাস্টার মো হাসান, মাওলানা আবুল হাশেম, মাস্টার আবু নাছের, মাস্টার মো. রাশেদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মজিবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, আব্বাছ উদ্দিন ও মাওলানা আবদুল কাদের আনসারী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নুরুল আবছার তালুকদার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।