বিভিন্ন উপজেলায় ইফতার মাহফিল

89

রাঙ্গুনিয়া অফিসার্স ক্লাব : রাঙ্গুনিয়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ক্লাবের অফিসিয়াল কার্যক্রমের উদ্বোধন গত ২৩ মে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, শিক্ষা কর্মকতা মো. জহির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, কোদালা চা বাগানের ব্যবস্থাপক আবদুল লতিফ, রাঙ্গুনিয়া ওপ্রস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলামস জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা রুবেল,সহকারি ব্যবস্থাপক মো. ফেরদৌস, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রাশেদা বেগম, পল্লী বিদ্যুতের এজিএম জুয়েল দাশ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভুঞা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোকসানা নারগিছ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, মরিয়ম নগর ইউপি চেয়ারম্যন (ভারপ্রাপ্ত) মো. সেলিম, উপজেলা তথ্য সহকারি জান্নাতুল নাঈম প্রমুখ।

গাউসিয়া কমিটি বোয়ালখালী শাখা : বোয়ালখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম ও সৈয়দ মো. ফরুদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মাহবুবুল হক খাঁন। প্রধান বক্তা ছিল গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার সা.সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোজাফফর আহম্মদ, সহ-সভাপতি ওবায়দুল হক হক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, সাইদুল ইসলাম, সৈয়দুল হক কোম্পানি, ইদ্রিস বিকম, জাহাঙ্গীর আলম, আলম খান। আরো উপস্থিত ছিলেন, জয়নুল আবেদীন, শফিউল আলম সেফু, এসএম ফজলুল কবির, আবু সালেহ মো. সাইফুল্লাহ হক, কাজী এমএ জলিল, ইসমাইল সিকদার, আবদুল হামিদ, ইস্কান্দর আলম দিদার, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, সাহেদুল ইসলাম প্রমুখ।

চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভা সদরস্থ উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাশিমপুর মকবুলিয়া সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা সংলগ্ন মসজিদে বাদে জুমা হতে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মেহমান ছিলেন অধ্যক্ষ আহমদ হোসেন আল কাদেরী। বিশেষ মেহমান ছিলেন মাওলানা তাজ উদ্দীন, মাওলানা আবু ইউছুপ নুর আল কাদেরী, মাওলানা মো. কমরুদ্দীন নুরী, মাওলানা মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম কায়ছার উদ্দীন চৌধুরী, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, ফেরদৌস ওয়াহেদ, এসএম মুছা তসলিম, মো. মোনায়েম খান, আবদুল ওয়াহেদ, আজম খান, আবদুল মান্নান, মো. শফি, মাওলানা মো. ইকবাল, মোজাম্মেল হক বাবুল প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ আহমদ হোসেন আল কাদেরী।

আমরা ক’জন মুজিব সেনা : চন্দনাইশ কাঞ্চননগর বিজিসি ট্রাস্ট সংলগ্ন এলাকায় আমরা ক’জন মুজিব সেনা নামে সংগঠনের আত্ম-প্রকাশ উপলক্ষে আলোচনা সভা, মাহে রমজানের তাৎপর্য, দোয়া ও ইফতার মাহফিল যুব নেতা মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত ২৪ মে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব সেলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল হান্নান লিটন ও আওয়ামী লীগ নেতা মেম্বার জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন, যুবলীগ নেতা মফিজুল ইসলাম, সাবেক মেম্বার মো. এসহাক, যুবলীগ নেতা মফিজুর রহমান, মেম্বার আবু জাপর, প্রকৌশলী আবু আনোয়ার হোসেন, আমজাদ উল্লাহ, মাস্টার জাকের হোসেন, বাদশা মিয়া প্রমুখ।

চন্দনাইশ পৌরসভা যুবসেনা : চন্দনাইশ পৌরসভা যুবসেনার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মিলনায়তনে অনুষ্টিত হয়। সভায় প্রধান মেহমান ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান আলোচক ছিলেন মাওলানা মামুন উদ্দীন ছিদ্দিকী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আজম, রিদুয়ান সাঈদ, হাসান মুরাদ পারভেছ, আবদুল হামিদ, মো. আরাফাত, মো. আরমান, কাজী আরমান প্রমুখ।
আনোয়ারা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আনোয়ারা শাখার উদ্যোগে সিয়াম ও তাকওয়ার আলোকে সাদাকাহ্ ও ওয়াক্ফ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। শাখা প্রধান ও এভিপি মোহাম্মদ আবদুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী শাখা প্রধান কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, মাওলানা আবুল কাশেম ও মাওলানা মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। অতিথিরা বলেন, রমজান মাস সংসমের মাস। এ মাস আমাদের সংযমের শিক্ষা দেয়। পবিতে কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন রোজা একমাত্র আমারই জন্য, আমিই এর প্রতিদান দিব।


মিরসরাই : সেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই’র উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৪ মে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিফাতের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা, বান্দরবান জেলা কাস্টমস এন্ড এক্সাইজের সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ইত্তেফাক প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, নয়াদিগন্ত প্রতিনিধি এম মাঈন উদ্দিন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আনোয়ার হোসেন, ভোরের পাতা চট্টগ্রাম প্রতিনিধি নয়ন কান্তি ধুম, ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি সুজন চন্দ্র মন্ডল, চট্টগ্রাম প্রতিদিনের মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার, সময়ের আলো প্রতিনিধি সাদমান রহমান সময়, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, চট্টগ্রাম প্রতিদিনের জোরারগঞ্জ প্রতিনিধি শাহ্ আব্দুলাহ আল রাহাত, চলমান মিরসরাই প্রতিনিধি শরিফুল ইসলাম ফরাজী ও মাসিক মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, অধ্যাপক মিয়া খান, প্রজন্ম মিরসরাইয়ের আজীবন সদস্য মোস্তাফিজুর রহমান লিটন, প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক ইউনুছ নুরি, সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রায়হান উদ্দিন, সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আব্দুর রহিম, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহাম্মেদ প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে অংশ নেয় মিরসরাই ফারুকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীরা। ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক আজমল হোসেন মুন্নার সার্বিক তত্বাবধানে সম্পন্ন হয়।

রাউজান গাউসিয়া কমিটি রাউজান মোবারকখীল ইউনিট শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান পৌরসভার মোবারকখীল ইউনিট শাখার ব্যাবস্তাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আব্দুল অদুদ খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, মৌলানা রায়হান উদ্দীন খান, মাওলানা ফখরুল ইসলাম মোজাম্মেল, মাওলানা শফিউল আলম ও মাওলানা ফারুক হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দীন খান মাসুদ, জাহাঙ্গীর আলম, আবু নাছির খান, নিজাম উদ্দীন, জাসেদ উদ্দীন, ফোরকান উদ্দীন, মাজাহারুল আলম, ফরহাদুল আলম, জুলফিকার আলী সালেহীন, শফিউল হোসেন প্রমুখ।


মধ্য রাউজান হারিশখাইন পাড়া : রাউজান উপজেলার মধ্য রাউজান হারিশখাইন পাড়া জামে মসজিদে এলাকা বাসির উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার আজিজ উদ্দিন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। আলোচক ছিলেন মাওলানা নুরুল আলম জেহাদী, মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. সোলেমান, মধ্য রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক খোকন, ইউপি সদস্য ইখতিয়ার মেম্বার, শাহ আলম সওদাগার, ফজলুল কমির ফজু, মো.ইউসুফ, মোবারক আলী, মো. ইলিয়াছ, মো. ইসমাইল, মো. ইদ্রিস জয়নাল আবেদীন বাবু ও রাশেদ।
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড : রাউজান উপজেলার পৌরসভার ৯নং ওয়াডস্থ ফকির তকিয়া মসজিদ, মাদ্রাসা, দরগাহ পরিচালনা কমিটি এবং ৯নং ওয়ার্ডের জনসাধারনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ। রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি সোহেব খান, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আহসান হাবিব চৌধুরী প্রমুখ।