বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উভয় বিভাগের ফাইনালে চট্টগ্রাম

14

স্পোর্টস ডেস্ক

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উভয় ক্যাটাগরিতেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক চট্টগ্রাম জেলা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে ৪টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবি ৪-১ গোলে (গোলদাতা-রোমানা-২, দিপালী রানী দাশ-২) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নয়াপাড়া সপ্রাবিকে (গোলদাতা-পায়েল মনি), ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার খুদুকখালী সপ্রাবি ১-০ গোলে (গোলদাতা-রিফা মনি) খাগড়াছড়ি জেলার সদর খাগড়াছড়ি উপজেলার নুনছড়ি থলিপাড়া সপ্রাবিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ সকাল ৯টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কক্সবাজার জেলার নয়াপাড়া সপ্রাবি খাগড়াছড়ি জেলার নুনছড়ি থলিপাড়া সপ্রাবি এর সাথে মোকাবেলা করবে।
বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী মডেল সপ্রাবি ১-০ গোলে (গোলদাতা-আবিদ শাহরিয়া-১), কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম সপ্রাবিকে এবং ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগান সপ্রাবি ৩-০ গোলে (গোলদাতা-সমীর ত্রিপুরা, কৃষ্ণ কুমার ত্রিপুরা ও রূপন ত্রিপুরা) ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর পশ্চিম চর চান্দিয়া সপ্রাবিকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আজ সকাল ১০ টায় ৩য় স্থান নির্ধারণী ম্যাচে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম সপ্রাবি এর সাথে ফেনী জেলার সোনাগাজীর উপজেলার উত্তর পশ্চিম চর চান্দিয়া সপ্রাবি এর মোকাবেলা করবে। সেমিফাইনাল খেলায় অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পিইডিপি৪ (অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিক ও বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ, চটগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রাথমিক শিক্ষার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক। খেলা পরিচালনার তত্ত¡াবধানে ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মনোনীত প্রতিনিধিবৃন্দ এবং খেলা পরিচালনা করেন চট্টগ্রাম রেফারী সমিতির সদস্যবৃন্দ।