বিবেকানন্দ বিদ্যানিকেতনে বার্ষিক অনুষ্ঠান

2

 

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। পাঠদানের পাশাপাশি শিশু শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সত্য-সুন্দরের চেতনাকে জাগ্রত করতে হবে। তবেই দেশে সুনাগরিক সৃষ্টি করা সম্ভব হবে। গতকাল সন্ধ্যায় স্থানীয় জে.এম.সেন হল প্রাঙ্গণে বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দুলাল কান্তি মজুমদার।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর রীতা দত্ত, বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সম্পাদক আশরাফুল ইসলাম, ব্যাংকার মৃণাল কান্তি সূত্রধর, সম্পাদক তাপস হোড়, বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ, অধ্যাপক নারায়ণ চৌধুরী ও শিল্পী মানু মজুমদার। চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক প্রফেসর প্রণব মিত্র চৌধুরী ও উত্তম বড়–য়া। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের ক্ষুদে শিল্পীরা। বিজ্ঞপ্তি