বিপ্লবের বার্ষিকীতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অবমুক্ত করলো ইরান

69

১৯৭৯ সালে সংঘটিত ইসলামি বিপ্লবের বার্ষিকীতে ১৩০০ কিলোমিটার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র অবমুক্ত করেছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি ক্ষেপণাস্ত্রটি অবমুক্ত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এখবর জানিয়েছে। অবমুক্ত অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত হতে খুব কম সময় লাগে এবং কম উচ্চতায় উড়তে পারে। হোভেইজেহ নামের এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সৌমা শ্রেণির। ২০১৫ সালে এই ক্ষেপণাস্ত্র অবমুক্ত করা হয়েছিল।
পশ্চিমা বিশেষজ্ঞরা জানান, ইরান প্রায়ই নিজেদের অস্ত্র সক্ষমতা বাড়িয়ে দাবি করে। যদিও তারা দূরপাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস শাখার প্রধান আমিরালি হাজিজাদেহ জানান, ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য জেট ইঞ্জিন নির্মাণের প্রাথমিক সমস্যা দূর করেছে ইরান। এখন তারা পূর্ণ পাল্লার অস্ত্র নির্মাণ করতে পারবেন। জানুয়ারিতে ইরান একটি স্যাটেলাইট পাঠাতে গিয়ে ব্যর্থ হয়। ওই সময় যুক্তরাষ্ট্র এধরনের পদক্ষেপ না নিতে সতর্ক করেছিল। ইরান তা আমলে না নিয়ে ক্ষেপণাস্ত্র পাঠানোর চেষ্টা করে।