‘বিপিএল দিয়ে টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া যাবে’

22

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল অনেক পিছিয়ে। পারফরম্যান্সও বেশ মলিন। তাই টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর মাঠে গড়াবে অগামী ১১ ডিসেম্বর। এবারের বিপিএলটা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ক্রিকেটারদের জায়গা পাওয়ার জন্য বড় ভূমিকা পালন করবে বলে জানান, বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নু বলেন, ‘এই বিপিএলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আসরে অনেকগুলো ম্যাচও আছে। কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে। তো আমরা সে জায়গাগুলো নিয়ে কাজ করছি। প্লেয়ারদের পারফরম্যান্স চাচ্ছি। এই বিপিএলটা আমরা দেখব। কিছু প্লেয়ার যদি পেয়ে যাই এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’ এবারের বিপিএল দেশীয় প্লেয়ারদের জন্য বেশ বড় একটা সুযোগ বলে মনে করেন নান্নু।