বিপিএলে ৫ বছরের শিশুর হ্যাটট্রিক!

23

দিনটা সোমবার ছিল। ২৯ জুলাই। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম ম্যাচ। সাইফের ঘরের মাঠ ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম। স্বাগতিকরা আতিথ্য দিয়েছে সদ্য লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসকে। দুই হ্যাভিওয়েট ম্যাচে ঝাঁঝের মধ্যে সবুজ মাঠে কলিনদ্রেস-কর্দোবা-সেলিনদের ছাপিয়ে গেলেন অখ্যাত শিশু!
মাত্র দেড় মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন ময়মনসিংহের এক শিশু! অবাক করার মতোই।
ভাবছেন পেশাদার লিগে এমন ঘটনা কিভাবে ঘটলো?
কলিনদ্রেসের গোলে বসুন্ধরা কিংস প্রথমার্ধে লিড নিয়ে বিরতি যায়। বিরতিতেই যেন মিরাকলটা ঘটে। এর মধ্যে সাইড-বেঞ্চের খেলোয়াড়রা বল নিয়ে মাঠে টুকোটুকি করছিল গোল হয়ে। অন্যদিকে ৪-৫ বছরের এক শিশু একটি বল নিয়ে এক গোলবার থেকে আরেকবার গোলবারে তিনবার প্রদক্ষিণ করে। বলটা নিয়ে দৌড়াতে দৌড়াতে জালে জড়িয়ে সে বলটা আবার অপর প্রান্তের জালে নিয়ে পৌঁছে দেয়। এভাবে তিনবার মাঠের মাঝ বরাবর বলটাকে নিয়ে যায় এই শিশু। সেটাও সাবলীলভাবে।