বিপিএলে খেলতে পারবেন না স্মিথ

33

এই মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্টিভেন স্মিথের খেলা নিয়ে আপত্তি তুলেছিল গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এ বিষয়ে গত সপ্তাহে জরুরি সভায় বসেছিল বিপিএল টেকনিক্যাল কমিটি। সেখানেও আপত্তির মুখে পড়ে তার সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চুক্তি করার সিদ্ধান্ত। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে, নিয়মের বাইরে গিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে খেলানো যাবে না। অর্থাৎ এবারের বিপিএলে খেলা হচ্ছে না এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই ব্যাটসম্যানের।
বিপিএলের বাইলজ অনুযায়ী, শুধু প্লেয়ার্স ড্রাফট থেকেই একজন বদলি ক্রিকেটারকে নেওয়া যাবে। কিন্তু সেই নিয়ম না মেনে আসেলা গুনারত্নের বদলে স্মিথের সঙ্গে চুক্তি করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফটের বাইরে থেকে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে দলে নেওয়ায় আপত্তি তোলে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত এনিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।