বিপন্ন মানুষের পাশে সিএমপি উত্তর বিভাগ

22

গত ৫ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ে সিটি ব্যাংক লিঃ এর উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত হয় বিপন্ন রোজাদার মানুষের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় সিটি ব্যাংক লিঃ এর পক্ষ থেকে চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় রোজাদার ৭০০ (সাতশত) পরিবারের প্রতিটির জন্য ০৫ কেজি চাল, ০১ কেজি মসুর ডাল, ০১ কেজি ছোলা, ০১ লিটার ভোজ্য তেল, ০১ কেজি লবন ও ০১টি সাবান সহ সর্বমোট ০৯ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) মহোদয়কে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ নগরীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় মানুষদের প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করবে।