বিপদে মানুষের পাশে থাকা সমাজসেবকদের প্রধান কাজ

169

স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোটাই রাজনীতিবিদ ও সমাজসেবকদের কাজ। করোনা পাদুর্ভাবে ইতিমধ্যেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিন মজুর অসহায় মানুষের কষ্টের যেন শেষ নেই। আর এইসব অসহায় মানুষদের কষ্ট লাঘব করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আপনার সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ১ মিটার দূরত্ব বজায় থাকাসহ সাবান ও পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে। তিনি গত ৭ এপ্রিল মঙ্গলবার সকালে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে বায়োজিদ থানা এলাকায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে এ সব কথা বলেন। করোনায় সামাজিক নিরাপত্তা বজায় রাখতে তিনি শতাধিক পরিবারের মধ্যে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি বিতরণ করেন। আগামী দিনেও এই সেবা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, হাটহাজারী নেতা যিশু দেব, বাবলু দেবসহ অনেক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি