বিনোদ বিহারী চৌধুরীর জন্মদিবস উদযাপিত

206

উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য্য সেনের সহযোদ্ধা এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের অকুতোভয় সৈনিক, সাবেক আইন পরিষদ সদস্য বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১০৯তম জন্মদিন যথাযথ মর্যাদায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন (বাহিফা)-এর উদ্যোগে উদ্যাপন করা হয়। সম্প্রতি বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী-র প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, জন্মদিনের কেক কাটা, আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে জন্মোৎসব উদ্যাপন করা হয়। বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের আয়োজনে জন্মদিন উপলক্ষে বাহিফা-র চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন; বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী একজন দেশপ্রেমিক, সমাজহিতৈষী ও অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার আলোকিত ব্যক্তিত্ব ছিলেন। বক্তারা আরো বলেন; মাষ্টারদা সূর্য্য সেনের বিপ্লবী সহযোদ্ধা, নির্লোভ, কৃতিপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী আমাদের কাছে আজীবন অনুকরণীয় দৃষ্টান্ত। আলোচনায় অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, লায়ন কে পি দাশ, অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, নারায়ণ কৃষ্ণ গুপ্ত, প্রকৌশলী উদয় শেখর দত্ত, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, বিশ্বজিৎ পালিত, আশুতোষ সরকার, অজিত কুমার আইচ, বিপুল কান্তি দত্ত, বিকাশ মজুমদার, তন্ময় সেনগুপ্ত, সত্যজিৎ পালিত, প্রসূন নাগ, মতিলাল দেওয়ানজী, রিমন মুহুরী, রতন কুমার দাশ, প্রকৌশলী লিটন ব্যানার্জী, টিংকু চক্রবর্তী, সুভল চন্দ্র দাশ, মনোরঞ্জন দাশ, চন্দন কুমার চৌধুরী, স্বপন সেনগুপ্ত, পরিমল ঘোষ, চন্দন কুমার দত্ত, সুমন চন্দ্র নাথ, সুকুমার মজুমদার, অরুন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি