বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে ম্যাক্স হসপিটাল

135

বিজয় দিবস উপলক্ষে ম্যাক্স হসপিটাল লিমিটেড ও ম্যাক্স ডায়াগনষ্টিক লিমিটেডের উদ্যোগে আগামীকাল সোমবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বিনামূল্যে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে গরীব ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে নগরীর মেহেদীবাগ ম্যাক্স হসপিটাল প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা দেয়া হবে। সেবা প্রদান করবেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শিব শংকর সাহা, ডা. ঋভুরাজ চক্রবর্তী, ডা. জেসমিন বেগম। হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এমএ রউফ, ডা. মো. আবুল হোসেন শাহীন, ডা. মো. রিজোয়ান রেহান, ডা. গিয়াস উদ্দীন চৌধুরী। মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল, ডা. উম্মে ফাতেমা খাতুন (লুবনা), ডা. সুমন চৌধুরী, ডা. পারিজাত বিশ্বাস, ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী, ডা. মনীষা মহাজন। নেফ্রোলজি বিভাগের ডা. এমএস হায়দার রুশ্নী, ডা. রতন কান্তি সাহা, ডা. সত্যজিত রায়। অর্থোপেডিক্স বিভাগের ডা. খালেদ বিন ইসলাম। পুষ্টি বিশেষজ্ঞ মরিয়মুন নেছা শিমু। নিউরোমেডিসিন বিভাগের ডা. শিউলী মজুমদার। ডায়াবেটিস ও হরমোন বিভাগের ডা. মাসুদ করিম। চর্ম, যৌন ও এলার্জি বিভাগের ডা. অজয় কুমার ঘোষ। গ্যাষ্ট্রোএন্টারলজি বিভাগের ডা. সৌমিত্র চৌধুরী। ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা. মুহাম্মদ আমানুল হক বাপ্পী। শিশুরোগ বিভাগের ডা. জান্নাতুল ফেরদৌস। স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের ডা. হোসনে আরা বেগম (শ্যামা), ডা. সীমা ভট্টাচার্য, ডা. আফরোজা ফেরদৌস, ডা. রিংকু দাশ, ডা. তানজিলা করিম। ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুদ্দিন সিদ্দিকী সুজা, ডা. শিব প্রসাদ নন্দী (ইমন)। বিজ্ঞপ্তি