বিনাভোটে জিতছেন আ.লীগের পাঁচ প্রার্থী

60

   

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উত্তর চট্টগ্রামের সাত উপজেলার মধ্যে পাঁচটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাকি দুই উপজেলার মধ্যে ফটিকছড়ি ও হাটহাজারীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চ্যালেঞ্জ জানাচ্ছেন বিদ্রোহীরা। গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সাত উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রামের সাত উপজেলার মধ্যে স›দ্বীপ, রাঙ্গুনিয়া ও সীতাকুন্ড উপজেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন। হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও মিরসরাই উপজেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান পূর্বদেশকে বলেন, দ্বিতীয় ধাপে চট্টগ্রামের সাত উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, সীতাকুন্ডে উপজেলা চেয়ারম্যান পদে একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন, স›দ্বীপে চেয়ারম্যান পদে একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন, রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান পদে একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন, ফটিকছড়িতে চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন, মিরসরাইয়ে চেয়ারম্যান পদে একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন, রাউজানে চেয়ারম্যান পদে একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন, হাটহাজারীতে চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মিরসরাই প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবুল হোসেন, সালাহ্ উদ্দিন আহম্মদ, ফেরদৌস হোসেন আরিফ, মোহাম্মদ আলাউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফটিকছড়ি প্রতিনিধি শহীদুল আলম জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এইচ এম আবু তৈয়ব এবং জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মুহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিশ্বজিৎ রাহা, সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী, মো. ইসমাইল হোসেন মজুমদার, ছালামত উল্লাহ চৌধুরী, রতন কুমার ও রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, রাজিয়া মাসুদ ও শারমিন আকতার তাদের মনোনয়পত্র দাখিল করেন।
ফটিকছড়ি নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির পূর্বদেশ বলেন, দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
হাটহাজারী প্রতিনিধি আবু তালেব জানান, হাটহাজারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উত্তর জেলা কৃষক লীগের সদস্য আবুল মনছুর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এম এ খালেদ চৌধুরী, উদয় কুমার সেন, মো. নুরুল আলম, কাজী মো. আলাউদ্দিন, মোহাম্মদ কলিম, মোহাম্মদ জামাল উদ্দিন, এস.এম জহির উদ্দিন চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুসরাত জাহান, মরিয়ম বেগম, সাজেদা বেগম, মোক্তার বেগম, মোহা. শারমীন আকতার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রাউজান প্রতিনিধি তৈয়ব চৌধুরী জানান, রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ তিন পদের তিন প্রার্থীই হ্যাটট্রিক বিজয় গড়তে যাচ্ছেন। একক প্রার্থী হিসেবে গতকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, আওয়ামী লীগ তৃণমূলের সমর্থনে দলের একক প্রার্থী হিসেবে রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম। এরা সবাই গতকাল সোমবার পর্যন্ত একক প্রার্থী হিসেবে রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরার কাছে এ মনোনয়ন ফরম জমা করেন।
রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অরুন উদয় ত্রিপুরা পূর্বদেশকে বলেন, ‘তিন পদে তিন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্য কোথায় কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি। যে কারণে কারো মনোনয়ন পত্র বাতিল না হলে এই তিন প্রার্থী একই সাথে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে হ্যাটট্রিক বিজয় হতে যাচ্ছেন।’
স›দ্বীপ প্রতিনিধি সাইফ রাব্বী জানান, স›দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে মাস্টার মোহাম্মদ শাহজাহান মনোনয়ন পত্র জমা দিয়ে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মাঈন উদ্দিন মিশন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফোরকান হাজী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স›দ্বীপী, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাহেদ সারোয়ার শামীম, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পূর্বের নির্বাচিত যুব মহিলা লীগ নেত্রী জেবুন্নেছা চৌধুরী জেসি, মহিলা লীগ নেত্রী ফরিদা বেগম নাজমা ও নারী নেত্রী লুৎফুর নাহার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি মাসুদ নাসির জানান, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট সাত জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন গতকাল সোমবার চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আকতার হোসেন, উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন তালুকদার ও দক্ষিণ রাজানগরের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুল ইসলাম এবং নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনোয়ারা বেগম ও দিলু আক্তার।
সীতাকুÐ প্রতিনিধি জাহেদুল আনোয়ার চৌধুরী জানান, উপজেলা চেয়ারম্যান পদে এসএম আল মামুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মঈনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউনুছ, সলিমপুর আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম মহিউদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়নাব বেগম জুলি, কহিনুর আক্তার ও কামরুল নাহার নিলু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত, দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন বাছাই হবে ২০ ফেব্রæয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রæয়ারি ও ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি উপজেলায় বিভিন্ন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে দ্বিতীয় ধাপে উত্তর চট্টগ্রামের সাত উপজেলা ও তৃতীয় ধাপে দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতকানিয়া উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এসব উপজেলায় এক হাজার ৩০৫টি ভোটকেন্দ্রের মধ্যে নয় হাজার ২৪৯ ভোটকক্ষের ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৬ লক্ষ ২৩ হাজার ৫১৯ ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ লক্ষ ৭৫ হাজার ৫৯২জন ও মহিলা ভোটার ১৭ লক্ষ ৪৭ হাজার ৯২৭জন।