বিনাজুরির আটাশ বুদ্ধের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

49

রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নে আঠাশ বুদ্ধের মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত ৮ জানুয়ারি উপজেলার মধ্যম বিনাজুরীর শান্তি ধাম বিহার প্রাঙ্গণে মানবতাম‚লক সংগঠন একুশের আলো ফাউন্ডেশপনর ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান, সুজারল্যান্ড আওয়ামী লীগ এর তথ্য ও গবেষনা সম্পাদক সসীম গৌরী চরণ বড়ুয়ার অর্থায়নে এ আঠাশ বুদ্ধের মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের শুভ স‚চনা করা হয়।
এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে বিহারাধ্যক্ষ দেবমিত্র ভিক্ষুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেবাম‚লক সংগঠন একুশের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এড. প্রণব বড়ুয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন একুশের আলো ফাউন্ডেশনের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান সসীম গৌরী চরণ বড়ুয়া, বিহার পরিচালনা কমিঠির সভাপতি মনোহরি বড়ুয়া, সাধারণ সম্পদক রতন বড়ুয়া, যুবলীগ নেতা অলক বড়ুয়া, রিটন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, ঝুন্টু বড়ুয়া, বিজায়ন বড়ুয়া, আদেশ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া,বাসু বড়ুয়া প্রমুখ। সভা শেষে মানবাধিকার কর্মী সসীম গৌরিচরণ তাঁর রত্নাগর্ভা মা মিনা গৌরিচরণকে সাথে নিয়ে এ আঠাশ বুদ্ধের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের সূচনা করেন। বিজ্ঞপ্তি