‘বিদ্রোহী’ মেসিতে মুগ্ধ ম্যারাডোনা

53

কোপা আমেরিকার রেফারিং ও কর্তৃপক্ষের সমালোচনা করে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার মতো শান্ত স্বভাবের একজন ফুটবলারের এমন আচরণে অনেকেই অবাক হলেও তাদের দলে নেই দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির কাছে বরং মেসির ‘ম্যারাডোনাসুলভ’ আচরণ বেশ মনে ধরেছে।
স¤প্রতি ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি সে ছিল ‘মেসি-ম্যারাডোনা’। আমি তাকে বিদ্রোহী রূপে দেখেছি। সে যা অনুভব করেছে তাই বলেছে এবং সে কারো দয়ায় মাঠ জয় করেনি।’
‘আমি এই মেসিকে অনেক বেশি পছন্দ করি- সে তার পরিবারকে সঙ্গ দিচ্ছে, পোষা কুকুরের সঙ্গে খেলা করছে এবং বিয়ার পান করছে। জাতীয় সঙ্গীত না গাওয়ায় যার সমালোচনা করা হয়েছিল সেই মেসির চেয়ে এই মেসি আমার বেশি পছন্দ।’
কনমেবলের সমালোচনা আসলে মেসি আর্জেন্টিনার ভালোর জন্য করেছেন বলে মত ম্যারাডোনার।