বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে

6

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার দেশের বাইরের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩২১ জন, আর পাস করেছেন ৩০৩ জন। অর্থাৎ ৯৪ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর বিদেশের এসব কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া ২২৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ২১৮ জন। পাসের হার ছিল ৯৭ দশমিক ৩২ শতাংশ। সেই হিসাবে চলতি বছরে পাসের হার কমেছে।
দেশের বাইরে ৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পাস করেছে; আর কেউই উত্তীর্ণ হয়নি এমন কোনো প্রতিষ্ঠান নেই। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সকালে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। পরে দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন কর ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব মিলিয়ে ৭৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।