বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

35

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ আবদুস শুক্কুর (৩৬) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদেশগামী এ যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মুদ্রার মধ্যে ১৯ হাজার ৯৭৮ দিরহাম, ১২ হাজার ৩৭০ রিয়াল, ৩ হাজার ৩৭৫ দিনার এবং ১৩ হাজার ৬৮৫ মার্কিন ডলার রয়েছে।
শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. নূর উদ্দিন মিলন বলেন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দুবাইগামী ‘বিজি-১৪৭’ ফ্লাইটের যাত্রী আবদুস শুক্কুর একটি কার্টনের ওপরে কাঁঠাল ও আনারস দিয়ে নিচে বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছিল। আমরা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে মুদ্রাগুলো উদ্ধার করি। এতে বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা সমমানের মুদ্রা রয়েছে।’
এ কর্মকর্তা বলেন, ‘আটক আবদুস শুক্কুরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।’