বিদেশি ক্রেতা টানার আশায় বাণিজ্যমন্ত্রী

18

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আগামীকাল। রাজধানীর রাজধানীর আগারগাঁওয়ে সকাল দশটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। এটি মেলার ২৫তম আসর। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে। মঙ্গলবার মেলা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে মেলার সর্বাঙ্গিন প্রস্তুতি বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগারগাঁও থেকে এখনই পূর্বাচলে মেলা সরানোর চিন্তা নেই বলে তিনি জানান। মেলার যে অব্যবস্থাপনা তাতে এই মেলাকে আন্তর্জাতিক মানের বলা যায় কি-না প্রশ্নে বণিজ্যমন্ত্রী বলেন, ‘এতদিন দেশীয় মার্কেটের চাহিদার কথা বিবেচনা করা হতো। কিন্তু এখন থেকে কীভাবে বিদেশি ক্রেতাদের মেলায় আনা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। এবার এর সুফল না পেলেও আগামীবার থেকে পাওয়া যাবে বলে আশা করছি।’
টিপু মুনশি বলেন, ‘দেশীয় পণ্য কিভাবে বাইরের দেশে রপ্তানি করতে পারি তার পদক্ষেপ নিচ্ছি। এখানে একটু দুর্বলতা আছে। এখন যেটা আমাদের রপ্তানি পণ্যের সঙ্গে রিলেট করে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’-বার্তা সংস্থার খবর