বিদায়- ২০১৯

141

মহাকালের পরিসংখ্যানে ২০১৯ সালের বিদায় যুক্ত হলো। ২০১৯ সাল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভালো-মন্দ মিলিয়ে অতিবাহিত হলো। বছরের শুরুতে চমক ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। আর বছর শেষে জাতিসংঘে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের মতো বিষয়সহ ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে ওঠে। বছরটিতে নূসরাত হত্যাকাÐের বিচারও একটি আলোচিত ঘটনা। ২০১৯ সালের আর একটি আলোচিত ও আলোড়িত ঘটনা হলো দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আরো মজার বিষয় হলো প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের নেতাদের বিজয়। আর বিভিন্ন দাবিতে ছাত্র ও তরুণদের আন্দোলন ছিল উল্লেখযোগ্য ঘটনা। নিরাপদসড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সর্বশেষ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাÐের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন। কার্যত কোন রাজনৈতিক দল ২০১৯ সালে কোন আন্দোলন জমাতে পারেনি। ব্যর্থ হয়েছে বারবার। বিশেষ করে বিএনপি খালেদা জিয়ার মুক্তিসহ কোন আন্দোলনই সফল করতে পারেনি।
বছরের শেষের দিকে এসে সরকারের মাদক বিরোধী অভিযান, কেসিনো বিরোধী ভ‚মিকা এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান উল্লেখযোগ্য ঘটনা। ২০১৯ সালে অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি, কয়েকটি আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অগ্রগতি, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রগতি। যেমন পদ্মাসেতুর ৮০ ভাগ কাজ সম্পন্ন হওয়া, কর্ণফুলী টানেলের কাজে অগ্রগতি এবং কক্সবাজার-ঘুমধুম রেল লাইন স্থাপনে সরকারের অগ্রগতি চোখে পড়ার মতো। তাছাড়া ২০১৯ সালে চট্টগ্রামের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নে বেশ অগ্রগতি হয়েছে।
২০১৯ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের অধিকাংশ সময়জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষতায় বছরের শেষপ্রান্তে এসে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করলো। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সাধুবাদ পাবার যোগ্য।
সাবেক প্রেসিডেন্ট হোসাইন মুহাম্মদ এরশাদ, ফজলে হাসান আবেদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আসরাফুল ইসলাম, কবি আল মাহমুদসহ উল্লেখযোগ্য অনেক ব্যক্তিত্বের মৃত্যুর জন্য ২০১৯ বিশেষভাবে ইতিহাসের অংশ হয়ে থাকবে।
বছর আসে আবার চলে যায়, শুরু হয় নতুন বছর, ২০১৯ সালে বাংলাদেশে অর্জন যেমন রয়েছে তেমনি, বেদনার বহু ঘটনাও রয়েছে। যা জাতিকে খুবই বেদনার্ত করেছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার তৎমধ্যে বিশেষভাবে দেশ বিদেশের আলোচনায় স্থান পায়। সব মিলিয়ে ২০১৯ আমাদের দেশের মানুষের জীবনে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু থেকে বঞ্চিতও হতে হয়েছে। বিদায় ২০১৯।বিদায়- ২০১৯