বিথম্ ইউনিভার্সিটি কলেজে শিক্ষক নিয়োগ কমিটির সভা

38

নগরীর গোল পাহাড় মোড়ে অবস্থিত বিথম্ ইউনিভার্সিটি কলেজের শিক্ষক নিয়োগ বাছাই কমিটির সভা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. জাকের হোসেনের সভাপতিত্বে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট এবং কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. বদরুজ্জামান ভ‚ইয়া এবং লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডেপুটি লাইব্রেরীয়ান মহিউদ্দীন মোহাম্মাদ তারিখ ভ‚ইয়া। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান প্রফেসর ড. হানিফ সিদ্দিকী। বিজনেস ম্যানেজমেন্ট বিভাগে বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহিদুর রহমান। শিক্ষক নিয়োগ বাছাই কমিটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিথম্ ইউনিভার্সিটি কলেজের সভাপতি কামাল হোসেন, ম্যানেজিং কমিটির প্রতিনিধি হাসানুল বান্না এবং শিক্ষক প্রতিনিধি উম্মে হুমায়রা। বিজ্ঞপ্তি