বিডিএমএ’র অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা

42

গত ১৯ জুলাই শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম মহানগরের একটি রেস্টুরেন্ট সংগঠনের সরকারি চাকুরি হতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত সহকর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি ডা. ইউনুছ আক্তার চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার উপ পরিচালক ডা. উ খ্যে উইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা ডা. শুভময় চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার ডা. চিত্ত রঞ্জন নাথ, বেক্সিমকো ফার্মাসিউটিকেলের সেলস্ ম্যানেজার জনাব মাসুদ রানা খান, এ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার জনাব জাহিদ উদ্দিন চৌধুরী, সিনিয়র এ্যাসিস্টেন্ট ম্যানেজার মেডিকেল এ্যাফেয়ার্স ডা. উত্তম কুমার ভৌমিক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা বলেন, ঐক্যবদ্ধ থাকলে একটি জাতি অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারে। সরকারি চাকুরী হতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত সহকর্মীদের সম্মাননা প্রদান বিরল দৃষ্টান্ত। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর সদস্যগণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে প্রান্তিক জনগোষ্ঠিকে নিরলস নিষ্ঠার সহিত সেবা প্রদান করে যাচ্ছে। তাই সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবার উন্নয়নে সূচক অর্জনে ডিপ্লোমা চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. তপন নন্দীর স্বাগত বক্তব্যে আরো আলোচনা করেন বিডিএমএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন অতিরিক্ত মহাসচিব ডা. আবুর মনছুর চৌধুরী, চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি ডা. মুকুল কান্তি রায়, সহ সভাপতি ডা. আবুল কাশেম, ডা. শাহ আলম, ডা. মো. হেলাল, প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. বিপ্লব বড়–য়া, ডা. মো. হোসেন খোন্দকার, ডা. মো. আলী, অর্থ সম্পাদক ডা. লক্ষীনারায়ণ চৌধুরী প্রমুখ। প্রথম পর্বে বেক্সিমকো ফার্মাসিউটিকেলের সৌজন্যে বৈজ্ঞানিক সেমিনার ও সবশেষে সাগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি