বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে টেলিফিল্ম ‘একুশের একুশ’

61

একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপট মাথায় রেখে ভাষা নিয়েই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ টেলিফিল্ম ‘একুশের একুশ, আমরা কী করেছি ?’
ইদানিং বাংলা সিনেমাই হোক আর টেলিছবিই হোক সবই একটা নতুন যুগে প্রবেশ করেছে। এখানে কনটেন্টই হয়ে উঠেছে আসল রাজা। পিকচারাইজেশন হয়েছে কবিতার। আজ দুই হাজার একুশ সালে একুশকে দেখতেই নামককরণ করা হয়েছে-একুশের একুশ। মূল ভাবনা চিত্রনাট্য ও প্রযোজনা অরিন্দম মুখার্জী বিংকু, রচনা : শ্যামল ভাদুরী। অভিনয়ে : সুচরিত দাস খোকন, নাজমা আক্তার, সনজিব বড়ুয়া, মো. শাহীনুর, মিখাইল মো. রফিক, প্রদীপ দেওয়ানজী ও রাশেদ হাসান সহ আরও অনেকে। চিত্রগ্রহণ হুমায়ুন কবির, বিশেষ সহযোগী দেওয়ান বাচ্চু। টেলিফিল্মটি স¤প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ২১ ফেব্রæয়ারি রাত ৯টায়। বিজ্ঞপ্তি