বিজয় ফুলের ঘ্রাণ

470

বাংলাদেশের মাঝে যখন পাক হায়েনার বাস
মৃত্যু ভয়ে কাটতো তখন সবার বারো মাস।
বিনা দোষে মানুষ মারতো বিচারবিহীন দেশ
অত্যাচারীর গল্প বলে হবে নাতো শেষ।

পাক হায়েনার অত্যাচারে সবাই যখন চুপ
সাতই মার্চে বঙ্গবন্ধুর অন্যরকম রূপ।
গর্জনে তাঁর বেজে উঠে স্বাধীনতার গান
শপথ করে বীর বাঙালী জীবন করবে দান।

সবার মুখে এক শ্লোগান জয় বাংলার জয়
একটি ফুলকে বাঁচাবে বলে অস্ত্র হাতে লয়।
মরন যুদ্ধে রক্তে ভাসে পদ্মা মেঘনার কূল
নয়টি মাসের যুদ্ধ শেষে ফুটলো বিজয় ফুল।

বিজয় ফুলে উঠলো হেসে বাংলাদেশের প্রাণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজয় ফুলের ঘ্রাণ।বিজয় ফুলের ঘ্রাণ
হুমায়ুন আবিদ

বাংলাদেশের মাঝে যখন পাক হায়েনার বাস
মৃত্যু ভয়ে কাটতো তখন সবার বারো মাস।
বিনা দোষে মানুষ মারতো বিচারবিহীন দেশ
অত্যাচারীর গল্প বলে হবে নাতো শেষ।

পাক হায়েনার অত্যাচারে সবাই যখন চুপ
সাতই মার্চে বঙ্গবন্ধুর অন্যরকম রূপ।
গর্জনে তাঁর বেজে উঠে স্বাধীনতার গান
শপথ করে বীর বাঙালী জীবন করবে দান।

সবার মুখে এক শ্লোগান জয় বাংলার জয়
একটি ফুলকে বাঁচাবে বলে অস্ত্র হাতে লয়।
মরন যুদ্ধে রক্তে ভাসে পদ্মা মেঘনার কূল
নয়টি মাসের যুদ্ধ শেষে ফুটলো বিজয় ফুল।

বিজয় ফুলে উঠলো হেসে বাংলাদেশের প্রাণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজয় ফুলের ঘ্রাণ।