বিজয় নিশান

30

ডিসেম্বর মাস স্বপ্নের মাস বিজয় রঙীন পাখা,
নয় মাসের যুদ্ধে গড়ানো লাল সবুজে মাখা।
বিজয় দিবস আসে অনেক রক্ত ক্ষয়ের পরে,
কত বোনের ইজ্জত নিলো পাক বাহিনী ধরে।
মুক্তিসেনা প্রাণ দিলো ঢের স্বাধীনতার জন্য
বাংলাদেশকে স্বাধীন করে হলো ওরা ধন্য।
বুদ্ধিজীবি হত্যা করলো চৌদ্দই ডিসেম্বর,
মেধাশূন্য করতে চাইলো হানাদারদের চর।

দেশের রাজাকার তো দেশের বিরুদ্ধে যায় লড়ে
মীরজাফরের বেশে তারা দেশের ক্ষতি করে।
ডিসেম্বরের ষোলো তারিখ স্বাধীন হলো দেশ,
যুদ্ধ শেষে অত্যাচারের রইলো পড়ে রেশ।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় উড়লো বিজয় নিশান,
বিজয়ের রথে শরীক হলো আবাল বৃদ্ধ কৃষাণ।