বিজয় নামে খোকা

24

মায়ের আঁচল ছেড়ে খোকা
যুদ্ধে গেছে তখন,
বুঝল মা তা যখন
পেরিয়ে গেছে সেদিনগুলো
ফিরবে খোকা কখন?
এখন তো মা বয়েস ভারে
আবছা দেখে চোখে,
খুঁজছে সে মা শোকে
‘খোকাটা কি আসলো ঘরে’
বলছে একে ওকে!

ভাবনা মায়ের তার খোকাটা
আজও বেঁচে আছে,
বুঝতে পারি পাছে
অলীক আশা-ই স্বপ্ন এখন
অবুঝ মায়ের কাছে!
সে মাকে আর কে বোঝাবে
তার সে খোকা নেই,
বুঝবে কি মা এই-
বিজয় নামে খোকা যে তার
পতাকায়-উড়ছেই।