বিজয় দিবস ঘিরে নিরাপত্তা জোরদার

48

মহান বিজয় দিবস নির্বিঘ্নে পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-পুলিশ। অনুষ্ঠানস্থল ছাড়াও নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মাঠে থাকবে।
সিএমপি সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে সহিংসতার আশংকায় অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। বিজয় দিবসকে কেন্দ্র করে এ সংখ্যা আরো বাড়ানো হচ্ছে।
আজ শনিবার রাত থেকে অতিরিক্ত দেড় হাজার পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ মাঠে নামবে। শহীদ মিনারের আশে-পাশে থাকবে কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে পুলিশ মোতায়েন থাকবে।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোস্তাইন হোসাইন বলেন, মহান বিজয় দিবসকে ঘিরে কোন চক্র যাতে বিশ্খৃলা সৃষ্টি করতে না পারে সেজন্য সকল ব্যবস্তা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে দায়িত্ব পালন করবে।
বর্তমানে বসানো চেক পোস্টের পাশাপাশি আরও বাড়ানো হবে এ সংখ্যা। যানবাহন ও সন্দেহভাজন লোকজনকে তল্লাশি চালানো হবে। পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ রাস্তায় টহল দেবে।
র‌্যাব সদস্যরাও রাস্তায় থাকবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন করবেন। টহলে থাকবে একাধিক টিম।