বিজয় দিবস উদযাপনে চসিকের প্রস্তুতিসভা

16

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত সোমবার সকালে টাইগারপাসস্থ মেয়র কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা। এসময় চসিক শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, কাউন্সিলর কফিল উদ্দিন খান, জহুরুল আলম জসিম,শৈবাল দাশ সুমন,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভিন, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ,মেয়রের একান্ত সচিব মোঃ আবুল হাসেম,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্তাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কান্তি দাশ, সমাজ কল্যাণ কর্মকর্তা ও উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু উপস্থিত ছিলেন।
সভায় ১৩ ও ১৪ ডিসেম্বর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে পাহাড়তলীস্থ বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মরণে পুষ্পার্ঘ অর্পণ, ১৬ই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ এবং কর্পোরেশনের বাকলিয়া স্টেডিয়ামে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে,বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ২৪ ডিসেম্বর নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তি