বিজয়ের মাস ডিসেম্বর

25

১৯৭১ সালের ৬ ডিসেম্বর। এদিন ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করে বাংলাদেশকে। ‘অল ইন্ডিয়া রেডিও’ মারফত ঘোষণা করা হলো, ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দীর্ঘ ন’মাস ধরে সাড়ে সাত কোটি বাঙালি অধীর আগ্রহে দিনটির জন্য প্রতীক্ষায় ছিল। হঠাৎ স্বীকৃতির এ ঘোষণা শুনে সাড়ে সাত কোটি বাঙালির অন্তর আনন্দ আর গর্বে ভরে উঠে।
সেদিন ভারতের লোকসভায় দাঁড়িয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশাল বাধার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এক নতুন অধ্যায় রচনা করেছে। সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এছাড়া সেদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জাতির উদ্দেশে এক ভাষণ দেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি মিত্ররাষ্ট্র ভারতের জওয়ানদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভারতের সৈন্যবাহিনীর জওয়ানরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মাটি থেকে হানাদার শত্রূদের নির্মূল করতে যুদ্ধ করছে।’
বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সঙ্গে সঙ্গে এতদিন ধরে যে বিষয়টিকে ভারত পাকিস্তানের সংঘর্ষ হিসেবে চালানোর চেষ্টা করছিল যুক্তরষ্ট্র ও চীন, তা আর সম্ভব হচ্ছে না। যৌথবাহিনী হিসেবে বাংলাদেশ সম্পৃক্ত হয়ে গেল। এখন যে কোনো সমাধান বাংলাদেশকে নিয়েই করতে হবে। এ পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন এছাড়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ভারতে মার্কিন অর্থনৈতিক সাহায্যও বন্ধ হয়ে যায়। উত্তর ভিয়েতনামে যুদ্ধরত দক্ষিণ চীন সাগরে অবস্থিত মার্কিন ৭ম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে যাত্রার নির্দেশ দেয়া হয়। কিন্তু রণাঙ্গনে ততক্ষণে পাক-হানাদার বাহিনীর পলায়ন শুরু হয়ে যায়।