বিজেপিকে নিঃসঙ্গ করে দিতে চান মমতা

24

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়েছেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শারদ পাওয়ার। এর আগে তৃণমূল কংগ্রেস নেত্রীকে একই ধরণের চিঠি দেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী। এসব চিঠি পাওয়ার পর সোমবার পুরুলিয়ার এক সমাবেশে ক্ষমতাসীন দল বিজেপিকে সঙ্গীহীন করে দেওয়ার আহবান জানিয়েছেন মমতা। নাগরিকত্ব আইন সংশোধনের পর ভারতজুড়ে শুরু হওয়া বিক্ষোভের মধ্যে বিজেপিবিরোধী দলগুলোকে নিয়ে জোট গঠনের উদ্যোগ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। সমমনা সব দলকে একমঞ্চে আনতে বিজেপির বাইরে অন্য দলের নেতাদের চিঠি লেখেন তিনি। সোনিয়া গান্ধীর পর শারদ পাওয়ার তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় এই জোট গঠন নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন অনেকে। বিরোধী নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠকে আয়োজনের উদ্যোগও শুরু হয়েছে।