বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ভার্চুয়াল নবীনবরণ

16

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবাগত ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল নবীনবরণ ও ওরিয়েন্টেশান প্রোগ্রাম গত ১০ আগস্ট বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ড এর সম্মানিত সদস্য মিস আফরিন আহমদ হাসনাইন। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শাহাদাত হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ খালেদ বিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. রাশিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, জীবনে সফল হওয়ার সহজ কোন পথ নেই । অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় প্রস্তুুত করতে হবে। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এফ.এম আওরঙ্গজেব বলেন, শিক্ষার্থীদের সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে । শিক্ষার্থীরাই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে । তোমাদের হাতেই উন্নত বাংলাদেশ গড়ে উঠবে । বিশ্ববিদ্যালয়ের দক্ষ শিক্ষকমন্ডলীর তত্ত¡াবধানে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে বিশ্বায়নের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান । বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ারর এর সঞ্চালনায় ভার্চুয়ালী অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র রিপন চৌধুরী, কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রী নীলিমা দাশ, আইন বিভাগের ছাত্রী সানজিদা ইসলাম। ভার্চুয়ালী অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন।