বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে বরণ ও বিদায় অনুষ্ঠান

46

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজী বিভাগের উদ্যোগে ২৮তম ব্যাচের নবীন বরণ এবং ২০তম ব্যাচের বিদায় ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ইংরেজী বিভাগের প্রফেসর শ্বাশতী দাশ, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মোঃ মাকছুদুর রহমান চৌধুরী, উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার, প্রভাষক রিনি দত্ত, তানজিন সুলতানা, সাইফুল ইসলাম ও জুনাইদ আহমদ। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঈCircle of English Language & Literature (CELL) এর ভিপি কনক বড়ুয়া, নবাগতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নাসরীন নুরী, বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন জুবিলী বড়ুয়া, শর্মীলা সুলতানা, তৃষা দে, দুরদানা নওয়াব ও মুক্তা চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন , নবীনের আগমনে যেমন বিভাগের প্রাণ চাঞ্চল্য বৃদ্ধি পায়। তেমনি বিদায়ী ছাত্র-ছাত্রীদেও শুন্যতাও অনুভব হয়। তবে এই শুন্যতা আনন্দ ও দেয়, যেহেতু বিদায়ী ছাত্র-ছাত্রীগণ তাদের শিক্ষা জীবন সুন্দরভাবে সমাপ্ত করে তাদের কর্মজীবনের জন্য নিজেদের তৈরী করেছে। আমি আশা করছি এই বিভাগের সকল সকল ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের ভবিষ্যত জীবনে সাফল্য অর্জন করবে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি