বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে বরণ ও বিদায় অনুষ্ঠান

12

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসী বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। এতে বিশেষ অতিথি ছিলেন ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিঞা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সহকারী অধ্যাপক সালাহউদ্দীন চৌধুরী, সহকারী অধ্যাপক জিয়া উদ্দীন, সহকারী অধ্যাপক ড. তালহা বিন ইমরান। ফার্মেসী বিভাগের ছাত্র ইমরোজ সিকদার ও উম্মে সামিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সুরাইয়া আলী তাবাস্সুম, নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রজা বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, একজন ফার্মাসিস্টই পারে ঔষধের সঠিক প্রয়োগ ও গুনগতমান রক্ষা করতে। বাংলাদেশ আজ ঔষধ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং বিদেশে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে আজ শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছে। হয়ে মানবীয় গুনাবলী সমৃদ্ধ সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি