বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী উদ্যাপিত

1

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) -২০২১, উদ্যাপন কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আলোচনা সভা, হামদ্ ও নাতে রসূল (সা.) ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ. এফ.এম. আওরঙ্গজেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও ইউনিয়ন ব্যাংক সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সদস্য অধ্যাপক ড. আ. ম. হারুন উর রশিদ, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিঞা, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ বিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারমান সালাহ উদ্দীন চৌধুরী, ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন কমিটির সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনজুর আলম, আইন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হান্নান, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দীন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও এম.এ. ইন ইংলিশ প্রোগ্রাম এর কো-অর্ডিনেটর রশিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক সিরাজ মিয়া, ইংরেজী বিভাগের লেকচারার মাহামুদুল হাসান ও ব্যবসায় প্রশাসন অনুষদের প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম । ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে ইশতিয়াক মাহিন, নাফিয়া মোছাবাত, ফাহাদ হাসান সাবিদ, হামদ বিষয়ে প্রথম, দ্বিতীয় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে মোহাম্দ ইয়াছিন উদ্দিন, সাদিয়া মোমিন, মোঃ শাহরিয়ার আলম, নাতে রাসূল (সা.) এ প্রথম দ্বিতীয় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে শাহরিয়ার ইসলাম, মোহামমদ ইয়ছিন উদ্দীন, মো. নাজমুল হাসান।