বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ইংরেজী বিভাগের ভার্চুয়াল ট্রেনিং

1

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজী বিভাগের উদ্যোগে এশিয়ান টাইপ পার্লামেন্টারী ইংলিশ ডিবেট শীর্ষক ভার্চুয়াল ট্রেনিং ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রিসোর্স পার্সন হিসেবে ট্রেনিং পরিচালনা করেন কানাডা’র টরেন্টো ডিবেট একাডেমির কোচ অর্ঘ্য দেব বিশ্বাস আরিয়ান। ভার্চুয়াল ট্রেনিংয়ে ইংরেজী বিভাগের প্রফেসর শাশ্বতী দাশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সভাপতি সহকারী অধ্যাপক জয়শ্রী দাশসহ বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। ট্রেনিং প্রোগ্রামে অর্ঘ্য দেব বিশ্বাস আরিয়ান বলেন, বিতর্ক প্রতিযোগিতা যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্ক শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও পরমত সহিষ্ণু হিসেবে গড়ে তোলে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানের গভীরতা বৃদ্ধি পায়। পরে তিনি অংশগ্রহণকারীদেরকে এশিয়ান টাইপ পার্লামেন্টারী ইংলিশ ডিবেট পরিচালনা ও অংশগ্রহণের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং আসন্ন বিতর্ক উৎসবের সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি