বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সামার স্কুলের কর্মসূচি

11

বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী অনলাইন সামার স্কুলের ২য় দিনের কর্মসূচী সম্প্রতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। উক্ত কর্মসূচীসমূহের মধ্যে IEEE Educational Resources and Initiatives Fueling the 4IR শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মারডোক ইউনিভার্সিটি’র ইমেরিটাস প্রফেসর ও IEEE এশিয়া পেসিফিক রিজিওন এর সভাপতি Professor Dr. Lance Chung Che Fung। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আবছার, কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব অভিজিত পাঠক, প্রভাষক সাবরিনা জাহান মাঈশা ও প্রভাষক ফারিহা ইফ্ফাত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। সামার স্কুলে ২য় দিনে অন্যান্য কর্মসূচী সমূহের মধ্যে Blockchain: Prospects and Challenges in Bangladesh শীর্ষক ওয়েবিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরাসমাস মুন্ডুস স্কলার সুইডেনের লুলিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি’র পিএইচডি গবেষক জনাব আহমেদ আফিফ মনরাত, ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট এর বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন সরকারের সিনিয়র সহকারী সচিব ও আইটি ডিভিশনের সিনিয়র কনসালটেন্ট জনাব আর এইচ এম আলাওল কবীর, ৮ম সেমেস্টারের থিসিস ও প্রজেক্ট প্রেজেন্টেশন এ বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক নিহাদ করিম চৌধুরী ও ড. আবু নওশাদ চৌধুরী, রিচার্স টপিক প্রেজেন্টেশন এ বিচারক ও স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ ফজলুল কাদের, পোস্টার প্রেজেন্টেশন এ বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জনাব রোকন উদ্দিন ফারুকী, প্রোগ্রমিং কনটেস্ট এর ফাইনালে বিচারক হিসেবে ছিলেন গুগল সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সুমিত সাহা। তাছাড়া বিভিন্ন পর্বে উক্ত কর্মসূচী সমূহের উপ-কমিটির আহব্বায়ক হিসেবে সহয়োগী অধ্যাপক নুরুল আবছার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক মনজুর আলম, প্রভাষক মুনমুন বিশ্বাস, প্রভাষক আবদুল ওয়াহাব, প্রভাষক সাবরিনা জাহান মাঈশা প্রভাষক ফারিহা ইফ্ফাত প্রমুখ দায়িত্ব পালন করেন। শেষ পর্বে সহকারী অধ্যাপক ফেরদৌস আরা, প্রভাষক মুনমুন বিশ্বাস, প্রভাষক বৃষ্টি রায় চৌধুরী, প্রভাষক ফারিহা ইফ্ফাত এর তত্ত¡াবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি