বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে চলচ্চিত্র প্রদর্শনী

19

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজী বিভাগের উদ্যোগে ইংরেজী সাহিত্যের কালজয়ী দু’টি চলচ্চিত্র জেইন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস’ এবং উইলিয়াম সেক্সপিয়ারের কালজয়ী নাটক রোমিও জুলিয়েটের উপর নির্মিত চলচ্চিত্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী বিভাগের কালচারাল ক্লাবের উদ্যোগে বিভাগের প্রভাষক তানজিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের অধ্যাপক প্রফেসর শ্বাশ্বতী দাশ ও ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী। প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইংরেজী সাহিত্যের ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য ইংরেজী সাহিত্যের যে সব কালজয়ী উপন্যাস, নাটক কবিতা রয়েছে তার উপর ভিত্তি করে রচিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র গুলো উপভোগ করলে তাহলে সে বিষয়টাকে আরো গভীরভাবে মনে ধারন করতে পারবে। আর তারই অংশ হিসেবে ইংরেজী বিভাগ সহ শিক্ষা কার্যক্রম হিসেবে নিয়মিত এ বিষয়গুলোর আয়োজন করছে। বিজ্ঞপ্তি