বিজিএমইএ এর এসইআইপি প্রজেক্টের প্রশিক্ষণ কর্মশালা

117

চট্টগ্রামস্থ বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে গতকাল বিজিএমইএ এর এসইআইপি প্রজেক্টের আওতায় মিড লেবেল ম্যানেজমেন্টের প্রথম ব্যাচের সোশ্যাল কমপ্লায়েন্স ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম। এ সময় প্রজেক্টের পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও ওয়াদুদ মো. চৌধুরী সহ চট্টগ্রামস্থ বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে দক্ষতার বিকল্প নাই। তিনি নতুন নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবগত হয়ে সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। প্রজেক্ট ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী বলেন, বর্তমানে তৈরি পোশাক শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। এ’থেকে উত্তরণে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান স্ব স্ব প্রতিষ্ঠানে প্রয়োগ করে সক্ষমতা বৃদ্ধি ও অন্যান্য সহকর্মীদেরকে প্রশিক্ষিত করার আহŸান জানান। বিজ্ঞপ্তি