বিজনেস সাপোর্ট সেন্টার স্থাপনে চুক্তি স্বাক্ষর

23

চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য তথ্য সংগ্রহে সহায়তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ কানেক্টিভিটি প্রজেক্ট-০১ এর সহযোগিতায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কার্যালয়ে একটি বিজনেস সাপোর্ট সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি ঢাকাস্থ বাংলাদেশ কানেক্টিভিটি প্রজেক্ট-০১ এর কার্যালয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী ও বাংলাদেশ কানেক্টিভিটি প্রজেক্ট-০১ এর প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব মো. হেমায়েত উদ্দিন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত চুক্তির আওতায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি অভ্যন্তরে নারী উদ্যোক্তাদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য তথ্য সরবরাহের লক্ষ্যে একটি বিজনেস সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। যেখান থেকে চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তারা বিনামূল্যে দেশী-বিদেশী ব্যবসায়িক তথ্য ও এতদ সংক্রান্ত বিষয়ে কারিগরী সহযোগিতা গ্রহণ করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক ববিতা বড়ূয়া, সদস্য ইয়াসমিন আক্তার, নুর-এ-জান্নাত নিপা, নাহিদ পারভীন রানী ও বাংলাদেশ কানেক্টিভিটি প্রজেক্ট-০১ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি