বিচারক ছালেহ আহমদ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

65

আানোয়ারার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে চট্টগ্রাম জজ আদালতের বিচারক, বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ছালেহ আহমদ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২ ডিসেম্বর খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জেয়ারত এবং এক স্মরণ সভা “ছালেহ আহমদ চৌধুরী হল” রুমে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন- মাদ্রাসা পরিচালানা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সালাহ্উদ্দিন আহমদ চৌধুরী লিপু। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক। মুখ্য আলোচক ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী (মঞ্জু)।
মাদ্রাসা সুপার মাওলানা মো. হাশেমুর রশিদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- মাদ্রাসা পরিচালানা পরিষদের দাতা সদস্য নিজাম উদ্দিন আহমদ চৌধুরী আজাদ, শিক্ষানুরাগী সদস্য অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী জুয়েল, আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহেদুল হক, বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আল্লামা ইকবাল একাডেমির পরিচালক ডিআইএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইমরান হোসেন এমি, সাংবাদিক ডি, এইচ, মনসুর, সাংবাদিক জিন্নাত আইয়ুব, সমাজ সেবক রফিকুল ইসলাম তালুকদার, সাংবাদিক এইচ, এম, মহিউদ্দিন মনজুর, সমাজ সেবক আইয়ুব আলী, মো. আজগর, মো. মোকতারুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. হেফজুর রহমান।
সভায় বক্তারা বলেন, ছালেহ আহমদ চৌধুরী আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার কীর্তির কারণে তিনি আজ মরেও অমর হয়ে আছেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি