বিক্ষোভের মধ্য দিয়ে হংকংয়ে শুরু ২০২০

36

বিশ্বজুড়ে নতুন বছরের আনন্দে সবাই উচ্ছসিত। রাতের আকাশে চাঁদ-তারার স্থান দখল করেছিল আতশঁবাজি-ফানুসের ঝলকানি। কিন্তু নতুন বছরের আনন্দ হংকংয়ের জনগণের হৃদয় ছুঁয়ে যেতে পারেনি। উল্টো বছরের প্রথম দিনই লাখো লাখো হংকংবাসী রাস্তায় ‘সরকারবিরোধী’ বিক্ষোভ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার গণতন্ত্রপন্থি গোষ্ঠী সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট বিক্ষোভের আয়োজন করে। দেশটির ভিক্টোরিয়া পার্কের সবুজ লনে কালো পোশাক ও মুখোশ পড়ে লাখো হংকংবাসী জড়ো হন। তারা হংকংয়ে পূর্ণাঙ্গ গণতন্ত্র, বিক্ষোভে আটক সাড়ে ৬ হাজার মানুষের মুক্তি, পুলিশি পদক্ষেপের তদন্তসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভ চলাকালীন ‘স্বাধীনতা বিনামূল্যে মেলে না’ ¯স্লোগানসহ বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। হাঁটা তুং নামক এক জন বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার উচ্চারণ করা এখন কঠিন, কেননা হংকংয়ের মানুষ মোটেই খুশি নয়।’ ‘৫ দফা পূরণ না হলে, পুলিশকে যদি তাদের বর্বরতার জন্য জবাবদিহি না করা যায়, তাহলে আমরা সত্যিকারের হ্যাপি নিউ ইয়ার পাবো না।’ আয়োজকদের অন্যতম সদস্য জিমি শাম বলেন, ‘নতুন বছর শুরু হওয়ার আগেই সরকার দমনপীড়ন শুরু করেছে; যারাই নির্যাতিত হোক, আমরা তাদের পাশে থাকবো।’ এছাড়া মঙ্গলবারে রাতে বর্ষবরণের ক্ষণ গণনার সময়ও বিক্ষোভকারীরা ‘লিবারেট হংকং, রেভ্যুলেশন অব আওয়ার টাইম’ স্লোগান দিয়েছিল।