বিকেএসপির ক্রীড়া প্রতিভা অন্বেষণ চট্টগ্রামে ১৪ মার্চ

43

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে সকল জেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে ক্রীড়া মেধা বাছাই করার ব্যবস্থা গ্রহণ করেছে। বুনিয়াদী প্রশিক্ষণ শেষে প্রকৃত মেধাসম্পন্ন ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির সুযোগ দেয়া হবে। নিম্নে বর্ণিত তারিখে আর্চারী, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল ও উশু খেলায় ১২-১৪ বৎসর বয়সী ছেলে ও মেয়ে এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় ৮-১২ বৎসর বয়সী ছেলে ও মেয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে। আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৮:০০ টা হতে বিকাল- ৫ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় (এম.এ আজিজ স্টেডিয়াম) উক্ত বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী চট্টগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সহ সংশ্লিষ্ট এলাকা বা প্রতিষ্ঠানের প্রতিভাবান খেলোয়াড়দের অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া : তে লগইন করে ছাত্র/ছাত্রী তে ক্লিক করলে নতুন Web page আসবে। এরপর Online Registration হতে Apply তে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফরম আসবে। উক্ত রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে Submitকরার পর প্রাপ্ত প্রিন্ট কপিটি বাছাইয়ের দিন অবশ্যই সঙ্গে আনতে হবে।